মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিদেশ যাওয়ার পথ রক্তে ভেসে গেল; মায়ের আর্তনাদে কাঁপল যশোর

জেলা প্রতিনিধি, যশোর 
প্রকাশিত: ২৫ মে ২০২৫, ০৭:১৪ পিএম

শেয়ার করুন:

বিদেশ যাওয়ার পথ রক্তে ভেসে গেল; মায়ের আর্তনাদে কাঁপল যশোর

এক নিমিষেই শেষ হয়ে গেল কলেজছাত্র আসিফ হোসেনের মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন। পাসপোর্ট নিতে যশোর পাসপোর্ট অফিসে গিয়েছিলেন তিনি। ফেরার পথে ট্রাকের চাপায় মর্মান্তিকভাবে নিহত হন আসিফ। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু রাকিবুল ইসলাম শুভ।

রোববার (২৫ মে) দুপুর ২টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের যশোরের খয়েরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ও নিহতের স্বজনেরা সড়কে গাড়ি আটকে বিক্ষোভ করেন। পরে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।


বিজ্ঞাপন


নিহত আসিফ যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের মেহের আলীর ছেলে। গুরুতর আহত রাকিবুল ইসলাম শুভ বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা দুজনেই পালবাড়ি এলাকার টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, আগামী মাসে আসিফের মালয়েশিয়ায় যাওয়ার কথা ছিল। সেই লক্ষ্যে তিনি পাসপোর্টের জন্য আবেদন করেন এবং রোববার ছিল তার পাসপোর্ট সংগ্রহের দিন। দুপুরে বন্ধু রাকিবকে সঙ্গে নিয়ে পাসপোর্ট আনতে যশোর শহরে যান। ফেরার পথে খয়েরতলা এলাকায় ঝিনাইদহগামী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই আসিফ নিহত হন। স্থানীয়রা রাকিবুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার খবর পেয়ে আসিফের মা-বাবা ও চাচা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। আকস্মিক এ মৃত্যুর খবরে তাঁরা ভেঙে পড়েন এবং সড়কের পাশে দাঁড়িয়ে আহাজারি করতে থাকেন। বাবা মেহের আলী ছেলের মরদেহ জড়িয়ে ধরে আর্তনাদ করে বলেন, ‘আমার সব শেষ হয়ে গেল। ওকে বিদেশ পাঠাতে চেয়েছিলাম। সব কাগজপত্র ঠিকঠাক ছিল। আজ পাসপোর্ট পাবে বলে খুব খুশি ছিল। পাসপোর্ট আনতে গিয়ে ছেলেটা প্রাণ হারাল। আমি এখন কী নিয়ে বাঁচব? বাড়ি থেকে বের হওয়ার সময় সাবধানে চলতে বলেছিলাম। কিন্তু ছেলেটা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গেল। আমার স্বপ্নও শেষ হয়ে গেল।’

আসিফ যেখানে ট্রাকচাপায় প্রাণ হারান, তার কয়েক গজ দূরেই টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ। খবর পেয়ে তার বন্ধুরা ছুটে যান ঘটনাস্থলে। স্বজন ও বন্ধুদের বুকভাঙা কান্নায় শোকাবহ পরিবেশ তৈরি হয় পুরো খয়েরতলা এলাকায়।


বিজ্ঞাপন


যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, ‘ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর