সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মুজিবনগর সীমান্তে নারী-শিশুসহ ১৯ জনকে পুশব্যাক

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ২৫ মে ২০২৫, ০১:৩৮ পিএম

শেয়ার করুন:

মুজিবনগর সীমান্তে নারী-শিশুসহ ১৯ জন পুশব্যাক

মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৯ জন বাংলাদেশিকে ঠেলে (পুশব্যাক) দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

রোববার (২৫ মে) ভোররাতে মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়া হয়।


বিজ্ঞাপন


মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান রোববার (২৫ মে) সকাল ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুশব্যাক হওয়া ব্যক্তিরা হলেন-

১। আমিনুল ইসলাম (২৬), বাবা- মৃত খলিলুর রহমান, সাং- কুটিচন্দ্র, ফুলবাড়ি, কুড়িগ্রাম;

২। মেছা. পারুল বেগম (২২), স্বামী- আমিনুল ইসলাম, সাং- কুটিচন্দ্র, ফুলবাড়ি, কুড়িগ্রাম;


বিজ্ঞাপন


৩। মোছা. আরফিনা (১১ মাস), বাবা- স্বামী- আমিনুল ইসলাম, সাং- কুটিচন্দ্র, ফুলবাড়ি, কুড়িগ্রাম;

৪। মোছা. আমেনা খাতুন (৪), বাবা- আমিনুল ইসলাম, সাং- কুটিচন্দ্র, ফুলবাড়ি, কুড়িগ্রাম;

৫। নেতাই চন্দ্র পাল (৪২), বাবা-গণেশ চন্দ্র, সাং- কিশমত চুংয়াভারা, লালমনিরহাট সদর, লালমনিরহাট;

৬। গিতা রাণী (৩২), স্বামী-গণেশ চন্দ্র, সাং- কিশমত চুংয়াভারা, লালমনিরহাট সদর, লালমনিরহাট;

৭। পার্বতী পাল (১৭), বাবা-নিতাই চন্দ্র পাল  সাং- কিশমত চুংয়াভারা, লালমনিরহাট সদর, লালমনিরহাট;

৮। পূজা পাল (৭), বাবা-নিতাই চন্দ্র পাল সাং- কিশমত চুংয়াভারা, লালমনিরহাট সদর, লালমনিরহাট;

৯। আরতী পাল (৩), বাবা-নিতাই চন্দ্র পাল সাং- কিশমত চুংয়াভারা, লালমনিরহাট সদর, লালমনিরহাট;

১০। মো. মইনুল ইসলাম (৩৪), বাবা- মো. জালাল উদ্দীন, সাং- জয়মঙ্গল, নাগেরশ্বরী, কুড়িগ্রাম;

১১। মোছা. কাঞ্চন বিবি (২৮), স্বামী- মইনুল ইসলাম, সাং- জয়মঙ্গল, নাগেরশ্বরী, কুড়িগ্রাম;

১২। কারণ আলী (১৩), বাবা- মইনুল ইসলাম, সাং- জয়মঙ্গল, নাগেরশ্বরী, কুড়িগ্রাম;

১৩। রবিউল ইসলাম (৭), বাবা- মইনুল ইসলাম, সাং- জয়মঙ্গল, নাগেরশ্বরী, কুড়িগ্রাম;

১৪। মোছা. মরিয়ম আক্তার (০৪), বাবা- মইনুল ইসলাম, সাং- জয়মঙ্গল, নাগেরশ্বরী, কুড়িগ্রাম;

১৫। ফরিদা বেগম (৪৫), বাবা- বদিউজ্জামান, সাং- আড়াবাড়ি, ফুলবাড়ি, কুড়িগ্রাম;

১৬। মোছা. মোমেনা খাতুন (৩৮), স্বামী- মৃত সবর আলী, সাং- কাটগিরি, বুরুংগামারী, কুড়িগ্রাম;

১৭। মো. মুস্তাক আলী (১৯), বাবা- মৃত সবর আলী, সাং- কাটগিরি, বুরুংগামারী, কুড়িগ্রাম;

১৮। মো. মোজাম্মেল হক (২৪), বাবা- মৃত সবর আলী, সাং- কাটগিরি, বুরুংগামারী, কুড়িগ্রাম;

১৯। মো. কাবেল (১১), বাবা- মৃত সবর আলী, সাং- কাটগিরি, বুরুংগামারী, কুড়িগ্রাম।

আরও পড়ুন

মেহেরপুরে নারীকে উত্ত্যক্ত করার অপরাধে যুবকের ১৫ দিনের জেল

মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা বাংলাদেশের বিভিন্ন জেলার নাগরিক। তারা বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ভারতের হরিয়ানা রাজ্যে বসবাস করতেন।

গত ছয়-সাত দিন আগে তাদেরকে ভারতের হরিয়ানা রাজ্যের বিভিন্ন এলাকা থেকে  আটক করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর জেলে রাখা হয়। পরে রোববার ভোরবেলায় মুজিবনগরের সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়া হয়।

তারা সীমান্ত পার হয়ে উপজেলার কেদারগঞ্জ বাজারে অবস্থান করলে গোপন সংবাদ পেয়ে মুজিবনগর থানা পুলিশ তাদের আটক করে থানা হেফাজতে নেয়। খবর পেয়ে মুজিবনগর বিজিবি ক্যাম্পের সদস্যরা এসে উপস্থিত হয়।

এ ব্যাপারে আটক বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে বিভিন্ন বয়সী ৯ শিশু ৫ নারী ও ৫ জন পুরুষ রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর