হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযানে ডাকাতি প্রস্তুতি মামলার আসামি মো. বাহার মিয়াকে (৩৯) গ্রেফতার করা হয়েছে। তিনি হবিগঞ্জ সদর উপজেলার চারিনাও উচাইল গ্রামের মো. লিলু মিয়ার ছেলে।
শনিবার (২৪ মে) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কান্ত নাথ বলেন, দুপুরে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে শুক্রবার (২৩ মে) দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেফতার করে।
ওসি জানান, বাহারের বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়ের করা অস্ত্র আইন, ডাকাতির প্রস্তুতি, দস্যুতা, চুরিসহ ৭টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
প্রতিনিধি/এসএস

