কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পে অবৈধভাবে মাটি পরিবহনের দায়ে একটি ডাম্পার ( মিনি ট্রাক) জব্দ করেছে বন বিভাগ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে উখিয়া উপজেলার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের বি-১৫ ব্লকে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ইনানী সমুদ্র সৈকতে ভেসে এলো ‘বামন শুক্রাণু তিমি’
বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. শাহিনুর ইসলাম শাহিন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, উখিয়া রেঞ্জের আওতাধীন থাইংখালী বিট এলাকার সংরক্ষিত রিজার্ভ বনভূমি থেকে অবৈধভাবে মাটি কাটার সময় ‘চট্ট মেট্রো-ড-১১-৩১৫৯’ নম্বরের একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত গাড়ি ও মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’ ভোলায় প্রস্তুত ৮৬৯ আশ্রয়কেন্দ্র
বিজ্ঞাপন
সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলাম শাহিন বলেন, ‘সংরক্ষিত বনভূমি থেকে মাটি কাটার বিষয়ে গোপন সংবাদ পাওয়ার পরই অভিযান চালানো হয়। অবৈধভাবে বনজ সম্পদ দখল ও ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানের নেতৃত্ব দেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. শাহিনুর ইসলাম শাহিন। অভিযানে আরও উপস্থিত ছিলেন - থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাস এবং উখিয়া সদর বিট কর্মকর্তা আব্দুল মান্নানসহ বন বিভাগের অন্যন্যা কর্মকর্তা ও কর্মচারী।
প্রতিনিধি/ এমইউ

