সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন নাটোরের ২৪ তরুণ-তরুণী

জেলা প্রতিনিধি, ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন নাটোরের ২৪ তরুণ-তরুণী
প্রকাশিত: ২৩ মে ২০২৫, ০৬:২২ পিএম

শেয়ার করুন:

১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন নাটোরের ২৪ তরুণ-তরুণী

নাটোরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১২০ টাকায় পুলিশে চাকরি পেয়েছেন ২৪ তরুণ-তরুণী। কোনো প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুষ ছাড়া সোনার হরিণ খ্যাত এই চাকরি পেয়ে খুশিতে আত্মহারা এসব তরুণ-তরুণী। এসময় চাকরি পাওয়ার আনন্দে অনেক তরুন-তরুণী আবেগাপ্লুত হয়ে পড়েন।

বৃহস্পতিবার(২২ মে) রাত ৯টার দিকে নাটোর পুলিশ লাইন্সের ড্রিল শেডে কনস্টেবল পদে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ আমজাদ হোসাইন।


বিজ্ঞাপন


এসময় নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের পুলিশ পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

নিশ্চিত করে পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন ঢাকা মেইলকে বলেন, সম্পূর্ণ দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। নিয়োগপ্রাপ্তদের উচিত দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সততা ও নিষ্ঠার সাথে দেশ ও মানুষের কল্যাণে সর্বদা কাজ করা। বাবা-মা এবং বাড়ির অন্যান্য সদস্যদের যথাযথ দায়িত্ব পালন করা।

নাটোর অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী’র সঞ্চাচালনায় ফলাফল ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নিয়োগ বোর্ডের সদস্য সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজরান রউফ এবং বগুড়া ডিএসবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার হোসেন।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে বক্তব্য রাখেন, আনিকা তাবাসসুম, সিমলা খাতুন, আল শাহরিয়ার অনিক এবং তাদের অভিভাবকবৃন্দ।


বিজ্ঞাপন


ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে পর্যায়ক্রমিক পরীক্ষার প্রথম দিনে এক হাজার ৭৮১ জন প্রার্থীর শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। যাচাইবাছাই শেষে গত ১৩ মে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২৯০ জনের উত্তরপত্র কোডিং এর মাধ্যমে প্রেরণ করে পুলিশ হেডকোয়ার্টারে মূল্যায়ন করা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩১ জনকে দিনব্যাপী মৌখিক পরীক্ষায় ১৯ জন পুরুষ ও ৫ জন নারীসহ মোট ২৪ জন প্রার্থী নিয়োগ বোর্ড কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত হয়।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর