গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বকেয়া পাওনা পরিশোধের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
শুক্রবার (২৩ মে) সকালে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
আরও পড়ুন: মাদারীপুরে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, চন্দ্রা এলাকার মাহমুদ জিন্স লিমিটেডের শ্রমিকরা সার্ভিস বোনাসসহ অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে সকালে বিক্ষোভ করেন। একপর্যায়ে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।
এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে টিয়ারশেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: সেপটিক ট্যাংকে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু
মাহমুদ জিন্স লিমিটেডের প্রশাসনিক ব্যবস্থাপক আবু তালেব সাংবাদিকদের বলেন, শ্রম আইন অনুযায়ী গত ১০ অক্টোবর কারখানা স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। শ্রমিকদের পাওনা নিষ্পত্তি হবে শ্রম মন্ত্রণালয়ের অধীনে। কারখানা কর্তৃপক্ষের এখানে কিছু করার নেই।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ

