ঝিনাইদহে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এপিএ ২০২৪-২৫-এর আওতায় তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২২ মে) জেলা তথ্য অফিসের আয়োজনে ঝিনাইদহ কলেজ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বগুড়ায় অসুস্থ ভুবন চিল উদ্ধার
জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী।
ওই সময় জেলা মৎস্য অফিসার ফরহাদুর রেজা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আয়ুব হোসেন, সরকারি কেসি কলেজ অধ্যক্ষ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জয়পুরহাটে ট্রেন লাইনচ্যুত, ৭ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
বিজ্ঞাপন
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তারুণ্য নির্ভর বাংলাদেশ গঠনে তরুণদের দক্ষ করে গড়ে তুলতে শিক্ষা ও স্বাস্থ্য সুনিশ্চিতসহ দেশে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এবং মাদক থেকে দূরে থাকতে হবে। তরুণরা তাদের সৃজনশীলতা ও নেতৃত্বের মাধ্যমে নতুন বাংলাদেশের ভিত্তি গড়ে তুলবে।
মতবিনিময় সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ছাত্র-ছাত্রী, সুশীল সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
প্রতিনিধি/ এমইউ

