সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আমেরিকা থেকে দেশে ফিরতেই বিমানবন্দরে আ.লীগ নেতা গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ২৩ মে ২০২৫, ১২:৫৭ পিএম

শেয়ার করুন:

আমেরিকা থেকে দেশে ফিরতেই বিমানবন্দরে আ.লীগ নেতা গ্রেফতার

আমেরিকা থেকে দেশে ফিরে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ গিয়াস উদ্দিনকে গ্রেফতার করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।

শুক্রবার (২৩ মে) ভোর ৫টায় আমেরিকা থেকে স্ত্রীসহ ফেরার পথে মিরসরাই থানায় করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানায়।


বিজ্ঞাপন


গ্রেফতার গিয়াস মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

আরও পড়ুন

৬ মাসের সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

গিয়াস উদ্দিনের স্ত্রী তাহমিনা গিয়াস জানান, দীর্ঘদিন আমেরিকায় থাকার পর তারা দেশে ফিরছিলেন। বিমান থেকে নামার পরে ইমিগ্রেশন পুলিশ গিয়াস উদ্দিনকে গ্রেফতার করে। মিরসরাই থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়।

প্রসঙ্গত, দীর্ঘ এক বছরেরও বেশি সময় বিদেশের মাটিতে কাটানোর পর শুক্রবার ভোরে দেশে ফিরেন গিয়াস উদ্দিন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর