সিরাজগঞ্জের উল্লাপাড়ার দুই বিএনপির নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ মে) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুই নেতার হাতাহাতির ভিডিওটি ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উল্লাপাড়া-সলঙ্গা আসনের সাবেক এমপি এম আকবর আলী ও শরফুদ্দিন মঞ্জু নামে অপর এক বিএনপি নেতার মধ্যে হাতাহাতি হচ্ছে। সেখানে পুলিশ সংস্কার কমিশনের সদস্য সচিব সাবেক ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতিকে দু’পক্ষকে নিভৃত করার চেষ্টা করতে দেখা যাচ্ছে।
বিজ্ঞাপন
জানা গেছে, বৃহস্পতিবার ঢাকার নয়াপল্টনের হোটেল মুঘল রেস্টুরেন্টে উল্লাপাড়া উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সম্মেলন প্রস্তুত কমিটির সমন্বয়ক নুর কায়েম সবুজ, সাবেক সংসদ সদস্য এম.আকবর আলী, অ্যাড. সিমকী ইমাম খান, ডিআইজি (অব) খান সাঈদ হাসান ও সাবেক ছাত্রনেতা কে এম শরফুদ্দিন মন্জু উপস্থিত ছিলেন।
মিটিংয়ের শেষ পর্যায়ে বগুড়ায় তারুণ্যের সমাবেশে যোগ দেয়ার বিষয়ে আলোচনা করেন নেতারা। এ সময় বগুড়ায় নেতাকর্মীদের নিয়ে যোগদানের বিষয়ে আলোচনার এক পর্যায়ে যাতায়াত ও অন্যান্য খরচের প্রসঙ্গ ওঠে। এ প্রসঙ্গে কেএম শরফুদ্দিন মঞ্জু সাবেক এমপি এম.আকবর আলীকে উদ্দেশ্য করে বলেন, আপনি তো হাজার কোটি টাকার মালিক আপনিই না হয় যাবতীয় খরচ বহন করেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আকবর আলী ও শরফু্দ্দিন মঞ্জুর মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরে পাশে থাকা অন্য নেতারা দু’জনকে থামিয়ে দেয়ার চেষ্টা করেন।
উপজেলা বিএনপির নেতৃত্বস্থানীয় নেতাদের এমন ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সাধারণ জনগণের মধ্যে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য অ্যাড. সিমকী ইমাম খান বলেন, সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা শেষে বগুড়া তারুণ্যের সমাবেশে কীভাবে যাবে এটা নিয়ে উপস্থিত নেতাদের মধ্যে আলোচনা হয়। কেএম শরফুদ্দিন মঞ্জু সেখানে সাবেক এমপি এম আকবর আলীকে উদ্দেশ্য করে বলেন, আপনি তো হাজার কোটি টাকার মালিক আপনিই না হয় যাবতীয় খরচ বহন করেন। এ নিয়ে কথাকাটাকাটি হয় একপর্যায়ে ধাক্কাধাক্কি ও পরে হাতাহাতির ঘটনা ঘটেছে। বিষয়টি জেলা বিএনপিকে জানানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।
প্রতিনিধি/এসএস

