ঠাকুরগাঁওয়ে নিজ ঘরের শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে বিনা রাণী বসাক (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২২ মে) সকাল ৯টার দিকে রাণীশংকৈলের পৌর শহরের বসাকপাড়া এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটে। নিহত বিনা রাণী ওই এলাকার ছোট বসাকের স্ত্রী।
বিজ্ঞাপন
বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহ. আরশেদুল হক।
স্থানীয়রা জানায়, বুধবার রাতে বিনা রাণী ও তার স্বামী ছোট বসাক পৌর শহরের কলেজপাড়া মন্দিরে হরিবাসরে অংশগ্রহণ করেছিলেন। মধ্যরাতে বাসায় ফেরার পর দু’জনেই আলাদা ঘরে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে তার স্ত্রীকে নিজের ঘরের সড়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান।
পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
স্বামী ছোট বসাক জানান, আমার স্ত্রী বীণা বসাক আমার পাশের ঘরে ঘুমাবে বলে শুতে যায়। আমি আমার ঘরে রাত ৩টা পর্যন্ত জেগে থাকি। তারপর ঘুমিয়ে পড়ি। সকালে বাড়ির লোকজনসহ ওই ঘরে তাকে গলায় ফাঁস দেওয়া দেখতে পাই।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, প্রাথমিক সুরতহাল শেষে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে কেন আত্মহত্যা করেছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানাবে।
প্রতিনিধি/এসএস

