সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাহুবলে পিকআপ ভ্যানের চাপায় নারী নিহত

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ২৩ মে ২০২৫, ০৭:৩২ এএম

শেয়ার করুন:

বাহুবলে পিকআপ ভ্যানের চাপায় নারী নিহত

হবিগঞ্জ জেলার বাহুবলে পিকআপ ভ্যানের চাপায় পথচারী নারী মোছা. মিনারা বেগম (৫৫) নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) বেলা দেড়টার দিকে উপজেলার দ্বিগাম্বর বাজারে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

নবীগঞ্জে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার নোয়াঐ গ্রামের বাসিন্দা মোছা. মিনারা বেগম (৫৫) বাড়ি থেকে বের হয়ে দ্বিগাম্বর বাজার এসে ঘোরাফেরা করছিলেন। এমতাবস্থায় পিকআপ ভ্যানের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিনারা বেগমকে মৃত ঘোষণা করেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর