সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফেনী সীমান্তে ৩৯ ‘বাংলাদেশিকে’ পুশইন বিএসএফের

জেলা প্রতিনিধি, ফেনী 
প্রকাশিত: ২২ মে ২০২৫, ১০:৩৬ পিএম

শেয়ার করুন:

ফেনী সীমান্তে ৩৯ ‘বাংলাদেশিকে’ পুশইন বিএসএফের

দীর্ঘদিন ভারতে বসবাসরত ৩৯ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাতে ছাগলনাইয়া ও ফুলগাজীর সীমান্তবর্তী এলাকা দিয়ে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


ফেনীস্থ-৪ বিজিবি অধিনায়ক মোহাম্মদ মোশারফ হোসেন  বলেন, বুধবার দিবাগত রাতে ফেনীর দুই উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে ৩৯ জন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে বিএসএফ। ভারত থেকে ফেরত আসা নাগরিকদের কাগজপত্র যাচাই বাছাই শেষে ২৭ জনকে ফুলগাজী থানা এবং ১২জনকে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, উপজেলার যশপুর সীমান্তবর্তী এলাকা থেকে বিজিবির হাতে আটককৃত ১২ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তারা সবাই বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বাসিন্দা। এ বিষয়ে পরবর্তী নির্দেশনার আলোকে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে ফেনীর ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ফুলগাজীর সীমান্তবর্তী এলাকায়  বিএসএফ কর্তৃক ফেরত দেওয়া ২৭ জনকে থানায় হস্তান্তর করা হয়।

একটি দায়িত্বশীল সূত্র জানায়, ফেরত আসা ব্যক্তিরা কাজের সন্ধানে ভারতে গিয়ে সেখানে স্বপরিবারে বসবাস করেছিলেন৷ আটককৃতদের মধ্যে ২০০৭ সাল থেকে ভারতে এসেছিলেন এমন লোকও রয়েছে। তাদের বেশিরভাগই ভারতের বিভিন্ন ইট ভাটার শ্রমিক হিসেবে নিয়োজিত ছিল। 


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর