সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৯০০ কেজির তুফানের দাম হাঁকা হচ্ছে ৮ লাখ টাকা 

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২২ মে ২০২৫, ০৯:৪১ পিএম

শেয়ার করুন:

৯০০ কেজির তুফানের দাম হাঁকা হচ্ছে ৮ লাখ টাকা 

রাজস্থানি জাতের বিশাল আকৃতির একটি সাদা গরু—যার নাম ‘সাদা তুফান’। ওজনে প্রায় ৯০০ কেজি, দাম হাঁকা হচ্ছে ৮ লাখ টাকা। গরুটির দেখা মিলেছে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দাড়িয়াপুরে অবস্থিত মারজান অ্যাগ্রো ফার্ম–এ।

খামারটির কর্ণধার হাজী জালাল মিয়া গত ত্রিশ বছর ধরে গরু পালনের সঙ্গে যুক্ত।অক্লান্ত পরিশ্রমে তিনি গড়ে তুলেছেন একটি নির্ভরযোগ্য খামার। সাদা তুফান তাঁর সেই সাধনারই এক জীবন্ত প্রতিচ্ছবি।


বিজ্ঞাপন


গরুটিকে হাজী জালাল নিজের সন্তানের মতোই পালন করেছেন। খাওয়ানো হয়েছে নিজস্ব জমির ঘাস, ভুট্টা, উন্নতমানের সাইলেস ও খামারের নিজস্ব খাদ্যমিশ্রণ। কোনো রকম কৃত্রিম ইনজেকশন, কেমিক্যাল বা ওষুধের প্রয়োগ করা হয়নি।

খামারে বর্তমানে রয়েছে মোট ২১টি গরু, যার মধ্যে রয়েছে দেশি ষাঁড়, দেশি বলদ, শাইওয়াল শংকর, সাহিওয়াল ও হরিয়ানা জাতের গরু। প্রতিটি গরুই সুস্থ-সবল, নির্দিষ্ট ওজন ও দামে বিক্রয়ের জন্য প্রস্তুত।

হাজী জালাল মিয়া বলেন, আমরা শুধু গরু বিক্রি করি না, মানুষের সন্তুষ্টি ও বিশ্বাস বিক্রি করি। গরু আমাদের পরিবারের সদস্যের মতো। তাই সাদা তুফান আমাদের কাছে শুধু গরু নয়,একটা অনুভূতি।

প্রতিদিন প্রচুর লোকজন খামারে ‘সাদা তুফানকে দেখতে ভিড় করেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর