কক্সবাজারে জেলা প্রশাসকের (ডিসি) স্বাক্ষর জাল করে খাসজমি হাতিয়ে নিতে গিয়ে আটক হয়েছেন এক প্রতারক।
বুধবার (২১ মে) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাকে আটক করা হয়। আটককৃত ওই ব্যক্তি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বাসিন্দা মনির আহমেদের ছেলে রেজাউল করিম সোহাগ। জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ’ নামে একটি সংগঠনের নাম ব্যবহার করে কক্সবাজার শহরের পাশে ঝিলংজা ইউনিয়নের বড়ছড়া এলাকায় ভূমিহীন, দরিদ্র ও প্রতিবন্ধীদের পড়াশোনার জন্য খাসজমি বরাদ্দ চেয়ে জেলা প্রশাসকের কাছে একটি আবেদন করেন রেজাউল করিম সোহাগ। আবেদনে নিজেকে সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি হিসেবে উল্লেখ করে তিনি স্বাক্ষর করেন।
ওই আবেদনে খাসজমিতে ‘স্কুল নির্মাণের অনুমতি দেওয়া হলো’ বলে লিখে তার নিচে কক্সবাজারের জেলা প্রশাসক মো. সালাহউদ্দিনের স্বাক্ষর জাল করা হয়।
এটি দেখে সন্দেহ হলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নেজাম উদ্দিন আবেদনপত্রটি যাচাই-বাছাই করেন। পরে যাচাই করে দেখা যায়, স্বাক্ষরটি জাল।
এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মো. সালাহউদ্দিন বলেন, ‘একজন জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করা একটি গুরুতর অপরাধ। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
বিজ্ঞাপন
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, ‘আটক রেজাউল করিম সোহাগের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হবে।’
প্রতিনিধি/একেবি

