ঝালকাঠিতে বাড়ির সীমানায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে ঝগড়া-বিবাদের সময় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির পরিবারের অভিযোগ - শাবলের আঘাতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ মে) দুপুরে শহরের কৃষ্ণকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: সিরাজগঞ্জে খামারিকে হত্যা করে ৪ গরু লুট
নিহত সমির মল্লিক (৪০) ওই এলাকার মৃত আলতাফ হোসেন মল্লিকের ছেলে। তিনি পেশায় একজন জমি পরিমাপের আমিন (সার্ভেয়ার) ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মল্লিক বাড়িতে চাচাতো ভাইদের সঙ্গে জমি নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন একই বাড়ির মো. সমির মল্লিক। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে জেলা সদর হাসপাতালে আনা হয়। তবে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সমির মল্লিকের পরিবার অভিযোগ করেছেন যে চাচাতো ভাইদের শাবলের আঘাতে সমিরের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: যশোরে বোমা বিস্ফোরণে আহত তিন শিশুর মধ্যে খাদিজার মৃত্যু
বিজ্ঞাপন
ঝালকাঠি সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মেহেদী হাসান জানান, সুরতহালে শরীরের ওপরে আঘাতের দৃশ্যমান চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা হবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/ এমইউ

