সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক, গোপনে বিয়ে

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ২১ মে ২০২৫, ০৮:৫৪ এএম

শেয়ার করুন:

Marriage

ঝালকাঠির নলছিটিতে এক এসএসসি পরীক্ষার্থীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে উপজেলার তেঁতুল বাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলীর বিরুদ্ধে। গত ১৭ মে দুপুরে শিক্ষক ও ছাত্রী উধাও হলেও বিষয়টি পরে জানাজানি হয়।

জান গেছে, ২০২৩ সালে তেঁতুলবাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী যোগদান করেন। পরে প্রাইভেট পড়াতে গিয়ে এক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। গত ১৭ মে এসএসসি পরীক্ষার শেষ দিনে ওই ছাত্রীকে নিয়ে পালিয়ে যান। পরে বরিশাল বসে গোপনে ওই ছাত্রীকে বিয়ে করেন। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়।


বিজ্ঞাপন


নাম না প্রকাশের শর্তে কয়েকজন অভিভাবক বলেন, আমরা সন্তানদের বিদ্যালয়ে দিয়ে নিশ্চিন্তে থাকি কিন্তু শিক্ষকদের এ ধরনের কার্যকলাপে আমরা উদ্বিগ্ন। ওই শিক্ষকের কারণে বিদ্যালয় ও এলাকার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

আরও পড়ুন

গরু নিয়ে গেলেন বিএনপি নেতা, মা-হারা বাছুর নিয়ে আদালতে নারী

এ দিকে ওই শিক্ষার্থীর বাবা নাসির হাওলাদার বিয়ের বিষয়টি অস্বীকার করে বলেন, আমার মেয়ের বয়স হয়নি। বয়স হলে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন, এ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী এনটিআরসির মাধ্যমে যোগদান করেন। তিনি ছাত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করেছেন বলে শুনেছি। আমার কাছে তারা কিছু বলেনি। এ বিষয়ে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন


নলছিটি উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মু. আনোয়ার আজীম বলেন, বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর