ফেনীতে ট্রেনে কাটা পড়ে সালমান (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঢাকা-চট্টগ্রাম রেল পথেরক ফেনীর ফাজিলপুর-মুহুরীগঞ্জ চিনকি আস্তানা সেকশনে এ দুর্ঘটনাটি ঘটেছে।
মঙ্গলবার (২০ মে) সকালে এ ঘটনা ঘটলেও দুপুরের দিকে জানাজানি হয়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। নিহত সালমান ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয়চাদপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
বিজ্ঞাপন
ফেনীস্থ জিআরপি পুলিশের ইনচার্জ এসআই ইকবাল হোসেন বলেন, বেলা ১১টার দিকে লোক মারফতে জানতে পারি ফাজিলপুরে রেল লাইনের উপর কাটা অবস্থায় একটি মরদেহ পড়ে আছে। পরে আমরা ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করি। সেখানে নিহতের স্বজনরা এসে তার মরদেহ শনাক্ত করেছে। তবে কোনো ট্রেনে কোনো সময় সে রেলে কাটা পড়েছে তা নিশ্চিত বলা যাচ্ছে না। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/এজে