সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মিরসরাইয়ে ৬দিন ব্যাপী ফুটবল উৎসব শুরু

জেলা প্রতিনিধি, মিরসরাই
প্রকাশিত: ২০ মে ২০২৫, ০৮:৫৬ পিএম

শেয়ার করুন:

মিরসরাইয়ে ৬দিন ব্যাপী ফুটবল উৎসব শুরু

চট্টগ্রামের মিরসরাইয়ে ৬দিন ব্যাপী ফুটবল উৎসব ও ক্রীড়া সংবর্ধনা অনুষ্ঠানের উদ্‌বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২০ মে) বিকেলে আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উদ্‌বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্য দেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান। 


বিজ্ঞাপন


উৎসবের উদ্‌বোধনী বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক চেয়ারম্যান মুসা মিয়া, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আশরাফ উদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপি নেতা সাইফুর রহমান সাইফুল, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরী, মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিন, মিরসরাই থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জাফর উদ্দিন, যুবদল নেতা নিজাম উদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরীর প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম রয়েল, মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ফুটবল উৎসবের আয়োজক কমিটির অন্যতম সদস্য আবু নছর প্রমুখ।

উদ্‌বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বী করেন আরিয়ান ট্রেডার্স ফুটবল একাদশ বনাম মিরসরাই যুব স্পোর্টস একাডেমি ফুটবল একাদশ। নির্দিষ্ট সময়ের টানটান উত্তেজনাপূর্ণ খেলায় ১-১ গোলে সমতায় খেলা শেষ হয়। 

ফুটবল উৎসব আয়োজক কমিটির সদস্য আবু নছর বলেন, মিরসরাই উপজেলা খেলোয়াড়বৃন্দের উদ্যোগে ৬দিন ব্যাপী ফুটবল উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে উপজেলার ৯৬ জন ফুটবলার লটারির মাধ্যমে ৬টি দলে বিভক্ত হয়ে খেলবে। ২০ মে থেকে খেলা শুরু হয়ে আগামী ২৬ মে ফাইনাল খেলার মাধ্যমে উৎসবের শেষ হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর