গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর এলাকায় নেশার টাকা না পেয়ে নিজের বাবা-মাকে মারধর করে এবং তাদের বসতঘরে আগুন ধরিয়ে দিয়েছে এক মাদকাসক্ত ছেলে।
মঙ্গলবার (২০ মে) সকালে এ ঘটনাটি ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে মাদকসহ অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে।
বিজ্ঞাপন
ভুক্তভোগী বাবা ফালান উল্লাহ নুরউদ্দিন জানান, তার ছেলে নাজমুল হাসান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। এলাকায় কিছু বখাটে যুবকের সঙ্গে মিশে সে নেশার দিকে আগ্রহী হয়ে ওঠে। তাকে মাদক থেকে মুক্ত করার জন্য নানা চেষ্টা করলেও সফল হননি। একপর্যায়ে তাকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাঠানো হয়, তবে কিছুদিন পর পুনরায় নেশার টাকার জন্য চাপ দিতে থাকে। টাকা না পেলে সে ভাড়াটিয়াদের দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করত। সম্প্রতি, নাজমুল বাবাকে জমি বিক্রি করে টাকা দিতে বললে, তার বাবা রাজি না হন। এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সকালে নাজমুল তার বাবাকে মারধর করে এবং বসতঘরে আগুন লাগিয়ে দেয়।
এ ঘটনায় বাবা ফালান উল্লাহ জয়দেবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন এবং ছেলের উপযুক্ত শাস্তি দাবি করেছেন। পুলিশ অভিযানে নেমে ২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাজমুল হাসানকে গ্রেফতার করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/একেবি

