সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নীলফামারীতে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ১

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশিত: ২০ মে ২০২৫, ০৬:৩৪ পিএম

শেয়ার করুন:

নীলফামারীতে মামাতো ভাইয়ের হয়ে প্রক্সি দিতে এসে আটক

নীলফামারীতে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণের অভিযোগে আসাদুজ্জামান আসাদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ মে) সকালে পুলিশ লাইন্স একাডেমি থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক হওয়া আসাদ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বিরহলি গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে। 


বিজ্ঞাপন


পুলিশ সূত্র জানাজায়, পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষায় জেলা সদরের শিপন রায়ের হয়ে প্রক্সি দিতে পুলিশ লাইন্স একাডেমিতে এসেছিল আসাদ।

পরীক্ষা শুরুর সময়ে কাগজ পত্র যাচাই বাছাইকালে সন্দেহ এবং প্রবেশ পত্রের সঙ্গে তার ছবির মিল না থাকায় আটক করা হয় তাকে। নীলফামারী সদরের দুলাল চন্দ্রের ছেলে পরীক্ষার্থী শিপন রায় । 

অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আসাদ জানান, শিপন আমার মামাতো ভাই। তার অনুরোধে আজকে প্রক্সি পরীক্ষা দিতে আসি। পরবর্তীতে ভুল স্বীকার করেন আসাদ।

এবিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদের সঙ্গে একাধিকবার মোবাইল যোগাযোগ করে পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর