অপারেশন ডেভিল হান্ট অভিযানে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালামকে (৫০) গ্রেফতার করেছে সেনাবাহিনী। আবুল কালাম পুটিজুরী ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তার বাড়ি উপজেলার ভাটপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মরহুম জমিদার আলীর ছেলে। তার বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা রয়েছে।
সোমবার (১৯ মে) দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহীন।
বিজ্ঞাপন
তিনি বলেন, গ্রেফতারের পর তাকে হবিগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়। এর আগে দুপুরে সেনাবাহিনীর অভিযানে তিনি গ্রেফতার হন।
প্রতিনিধি/এফএ

