সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য। সংস্কৃতি মন্ত্রণালয় থেকে এসব ঐতিহ্যকে ঘিরে একটি সাংস্কৃতিক ক্যালেন্ডার তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে সারা বছরজুড়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা সম্ভব হবে।’
সোমবার (১৯ মে) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস কনফারেন্সে তিনি এসব কথা বলেন। এ সময় সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘জব্বারের বলী খেলা একটি শতবর্ষী আয়োজন, যা চট্টগ্রামের সংস্কৃতি ও ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। আগামী বছর থেকে এই আয়োজনের সঙ্গে যুক্ত থাকবে সংস্কৃতি মন্ত্রণালয়। বলী খেলা এবং নৌকাবাইচ উভয়ই ক্যালেন্ডারে স্থান পাবে।’ তিনি পহেলা বৈশাখে নৌকাবাইচ আয়োজনেরও আহ্বান জানান।
জিয়া স্মৃতি জাদুঘর প্রসঙ্গে ফারুকী বলেন, ‘চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘরকে একটি পূর্ণাঙ্গ জাদুঘর হিসেবে গড়ে তোলা হবে। এটি দীর্ঘ ১৬ বছর বন্ধ ছিল। দায়িত্ব নেওয়ার পর এ জাদুঘরের বাজেট দ্বিগুণ করা হয়েছে। যেহেতু এটি জিয়াউর রহমানের নামে, তাই তার জীবনের নানা স্মৃতি এখানে সংরক্ষণ করা হবে।’
শিল্পকলার পাঠ্যসূচি নিয়ে তিনি বলেন, ‘আমরা এখনও পুরোনো পাঠ্যক্রমে আটকে আছি। অথচ বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী মাধ্যম হচ্ছে সংগীত। দেশের বিভিন্ন অঞ্চলে সংগীতের রয়েছে নানা ভ্যারিয়েশন। আমাদের এই সম্পদ আমরা নিজেরাও ব্যবহার করছি না, বাইরের দুনিয়াকেও দেখাতে পারিনি।’
তিনি আরও বলেন, ‘চট্টগ্রামে সবচেয়ে শক্তিশালী হচ্ছে রক মিউজিক বা ব্যান্ডসঙ্গীত। চট্টগ্রামের রক মিউজিশিয়ানদের অবদান বাংলাদেশে ব্যান্ডসঙ্গীতকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু দুঃখজনকভাবে, চট্টগ্রামের শিল্পকলার সঙ্গে এই রক মিউজিকের কোনো সংযোগ নেই। কেন শিল্পীরা শিল্পকলাকে তাদের জায়গা হিসেবে ভাবতে পারেননি, এটি আমাদের ও শিল্পকলা একাডেমির ব্যর্থতা।’
বিজ্ঞাপন
'নতুন কুঁড়ি' পুনরায় চালুর বিষয়ে উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ আবার চালুর বিষয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি ইতিবাচক সাড়া দিয়েছেন। এক সময় ‘নতুন কুঁড়ি’ ছিল এক বিশাল ক্রেজ। শিশুদের অংশগ্রহণের জন্য অনেক পরিবার এক বছর আগেই গান শেখাতে শুরু করত। এখন সেই চর্চা নেই। আমরা যদি এই অনুষ্ঠানটি ফিরিয়ে না আনি, তবে নতুন প্রজন্মের বিকাশ ব্যাহত হবে।’
চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে আয়োজিত এই প্রেস কনফারেন্সে সরকারি বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি, মুসলিম ইনস্টিটিউট, জাতিতাত্ত্বিক জাদুঘর ও জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।
প্রতিনিধি/একেবি

