লালমনিরহাটের কালীগঞ্জে ব্যাটারি চালিত ইজিবাইক আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় জেলার বিভিন্ন জায়গায় চুরি হওয়া ব্যাটারি চালিত তিনটি ইজিবাইকও উদ্ধার করা হয়।
সোমবার (১৯ মে) রাতে লালমনিরহাট জেলা কালীগঞ্জ ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন স্থান থেকে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতাররা হলেন জেলার কালীগঞ্জ উপজেলার রবিউল ইসলাম (২৫), মোশারফ হোসেন (৩৩), অপর জন হলেন হাতীবান্ধা উপজেলার বাসিন্দা জাহিদুল হক (৩২)।
গোয়েন্দা পুলিশ জানায়, সম্প্রতি কালীগঞ্জ উপজেলার শুকানদিঘী বাজার থেকে ব্যাটারি চালিত একটি ইজিবাইক চুরি হয়ে যায়। এ ঘটনায় অটোচালক কালীগঞ্জ থানায় একটি চুরির মামলা করেন।
এ ঘটনায় লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, ইজিবাইক চুরি সংক্রান্ত লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় একটি মামলা রুজু হয়েছিল। এ ঘটনায় তাদের আটক করা হয়। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিনিধি/এজে

