সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কেন্দ্রীয় যুবলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশন থেকে গ্রেফতার

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১৯ মে ২০২৫, ০৩:৫৮ পিএম

শেয়ার করুন:

Arrest

চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক জামিল আহম্মেদকে (৪২) বেনাপোল ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করেছে।

সোমবার (১৯ মে) বেলা ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


জামিল আহম্মেদের পাসপোর্ট স্টপ লিস্টে থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরবর্তীতে তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা থাকায় তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃক গ্রেফতার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।

আরও পড়ুন

বরগুনায় আওয়ামী লীগ নেতা নান্নু গ্রেফতার 

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ জানান, সকালে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশ করে বহির্গমন সিল মারার জন্য ডেস্কে পাসপোর্ট জমা দিলে অনলাইনে তার স্টপ লিস্ট থাকায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার জামিল আহম্মেদকে বেনাপোল পোর্ট থানায় হেফাজতে রাখা হয়েছে।

তিনি আরও জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে জামিলকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে৷


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর