সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত 

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ১৮ মে ২০২৫, ১০:২৬ পিএম

শেয়ার করুন:

Accident

কক্সবাজারের উখিয়া সড়কে ডাম্পার (মিনি ট্রাক) ও মোটরসাইকেলের সংঘর্ষে এক  যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।

নিহত জুনায়েদ (২৪) হলদিয়াপালং ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাবিব উল্লাহর ছেলে। তিনি মোটরসাইকেল আরোহী ছিলেন।


বিজ্ঞাপন


thumbnail_1000173183

রোববার (১৮ মে) রাত ৮টার দিকে উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের চৌধুরী পাড়া ও ক্লাস পাড়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন

গোয়ালঘরের গরু ছেড়ে দেওয়ায় সংঘর্ষ, যুবক নিহত

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি সিগন্যাল দিয়ে ঘোরানোর সময় একটি মোটরসাইকেল এসে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা দুই আরোহী মারাত্মকভাবে আহত হন। আহত অবস্থায় তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পথিমধ্যে জুনায়েদ নিহত হয়েছেন। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


thumbnail_1000173185

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া শাহপুরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই ট্রাকের ড্রাইভার কৌশলে পালিয়ে যায়। এ ব্যাপারে আইনি ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর