মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে আউলিয়া গ্রেফতার

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১৮ মে ২০২৫, ১০:০৬ পিএম

শেয়ার করুন:

Rape

ফেনীর পরশুরামে ৫ বছরের এক শিশুকে চকলেট খাওয়ার লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে নিজাম উদ্দিন আওলিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ মে) রাতে এ ঘটনায় মামলা রেকর্ডের পর পুলিশ ওই ব্যক্তিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।


বিজ্ঞাপন


রোববার (১৮ মে) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতার নিজাম উদ্দিন আওলিয়া পরশুরাম উপজেলার দক্ষিণ কোলাপাড়া গ্রামের ঘৃনাগাজী মজুমদার বাড়ির সুজা মিয়ার ছেলে। তিনি ওই এলাকায় একটি মুদি দোকান চালান।     

আরও পড়ুন

ছাত্রীকে যৌন হয়রানি, প্রধান শিক্ষকের বিচারের দাবিতে সড়ক অবরোধ

পুলিশ ও মামলার এজহার সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে পরশুরাম পৌর এলাকার দক্ষিণ কোলাপাড়ায় ওই শিশু তার বাবার খামারে যাচ্ছিল। শিশুটি নিজাম উদ্দিন আউলিয়ার দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় চকলেট দেওয়ার কথা বলে ডেকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় আশপাশে লোকজনের আনাগোনা দেখে মেয়েটিকে ছেড়ে দিয়ে ঘটনাটি বাড়িতে না জানাতে ভয়ভীতি দেখান। পরে মেয়েটি বাড়িতে গিয়ে ঘটনার বিষয়ে তার মাকে জানায়।


বিজ্ঞাপন


পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে ওই দোকানদারকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর