সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রশংসায় ভাসছেন পুলিশ কর্মকর্তা সাবিনা

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ১৮ মে ২০২৫, ০৯:১২ পিএম

শেয়ার করুন:

Police

সেবামূলক কার্যক্রমের মাধ্যমে প্রশংসায় ভাসছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন।

জনগণের সমস্যা সমাধানে নানামুখী কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১৮ মে) সন্ধ্যায় ঢাকা মেইলকে তিনি এমনটা জানান। এদিন তিনি পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে যান।


বিজ্ঞাপন


জানা গেছে, ২০২৪ সালের ১ জানুয়ারি আরএমপিতে যোগদান করেন সাবিনা ইয়াসমিন। যোগদানের পর থেকে তিনি আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস্, ফোর্স, মিডিয়া, এস্টেট অ্যান্ড ডেভলপমেন্ট এবং ভিকটিম সাপোর্ট সেন্টারের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর পাশাপাশি তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে রাজশাহী মহানগরীর ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব পালন করছেন।

RMP_Sabina3

এই দায়িত্ব পালনকালে তিনি ওয়ার্ডের দাফতরিক কার্যক্রম যেমন জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন এবং ওয়ারিশান সার্টিফিকেট প্রদানের পাশাপাশি মাঠ পর্যায়ে টিসিবি পণ্য প্রদানের সময় তদারকি, টিকাদান ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইনসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এছাড়াও কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ প্রতিরোধে তিনি পুলিশ কমিশনার আবু সুফিয়ানের নির্দেশনায় বিভিন্ন সময়ে স্কুলকলেজের ছাত্র-ছাত্রীদের সঙ্গে ‘স্কুল ভিজিটিং কর্মসূচির’ মাধ্যমে মতবিনিময় সভা করেন।

আরও পড়ুন

সড়ক ছাড়াই অর্ধকোটি টাকার সেতু নির্মাণ, দুদকের অভিযান

পুলিশের প্রতি জনমনে আস্থা ফিরিয়ে আনতে তিনি নিয়মিত ভিত্তিতে উঠান বৈঠক, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিংয়ের মতো জনসংযোগমূলক কার্যক্রম করেন। এর ধারাবাহিকতায় রোববার (১৮ মে) ৭ নম্বর ওয়ার্ডের ব্যবস্থাপনায় টি-বাধে পরিচ্ছন্নতা কার্যক্রম তিনি সরেজমিনে পরিদর্শন করেন এবং পরিচ্ছন্নকর্মীসহ ওয়ার্ডের অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

RMP_Sabina

এই সময় তিনি স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সুবিধা-অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন এবং তিনি তাদের বিভিন্ন সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস প্রদান করেন। সেই সঙ্গে আইন প্রয়োগসহ যেকোনো বিষয়ে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। এ সময় স্থানীয় লোকজন একজন সৎ ও কর্মনিষ্ঠ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে তাদের ওয়ার্ড কাউন্সিলর হিসেবে পাশে পেয়ে গর্ববোধ করেন এবং তাকে প্রশংসায় ভাসান।

আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন ঢাকা মেইলকে বলেন, জনগণের জন্য কাজ করতে পেরে আমি আনন্দিত। আমার এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর