সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে খুলনায় মহিলা ফোরামের মানববন্ধন

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ১৮ মে ২০২৫, ০৮:৪৭ পিএম

শেয়ার করুন:

খুলনায় মহিলা ফোরামের মানববন্ধন নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি

নারীবিষয়ক সংস্কার কমিশনের বিতর্কিত প্রতিবেদন বাতিল ও কমিশন সম্পূর্ণভাবে বিলুপ্তির দাবিতে খুলনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে খুলনা মহিলা ফোরাম।

রোববার (১৮ মে) বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে (শহীদ মীর মুগ্ধ চত্বর) আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদন দেশের ধর্মীয় বিশ্বাস ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী। প্রতিবেদনটিতে কুরআনের বিধানের সঙ্গে সাংঘর্ষিক বেশ কিছু সুপারিশ অন্তর্ভুক্ত রয়েছে, যা মুসলিম সমাজে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।


বিজ্ঞাপন


খুলনা মহিলা ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট সাখিয়া বেগমের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফাতমা হক লাকির সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন নারী নেত্রী ডা. রুখসানা সুলতানা, ফাতিমা বেগম, নাজমুন্নেসা, সাইয়েদা নাসরিন সুলতানা রোজী, রেবেকা সুলতানা, সালমা আতিকা, শাহানারা বেগম, দোররোশ শাহার লাকি, নাসরিন জামান, সাহিদা খাতুন প্রমুখ।

বক্তারা বলেন, কমিশনের ১৭টি অধ্যায়ে ৪৩৩টি সুপারিশ রয়েছে, যার অনেকগুলো সরাসরি ইসলামি পারিবারিক আইন ও উত্তরাধিকার সংক্রান্ত বিধানের সঙ্গে সাংঘর্ষিক। প্রতিবেদনে মুসলিম উত্তরাধিকার আইন বাতিল, সকল ধর্মের জন্য অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন, স্বামী-স্ত্রীর মধ্যে ধর্ষণ মামলা করার সুযোগ সৃষ্টি এবং যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার মতো প্রস্তাব রাখা হয়েছে।

তাঁদের অভিযোগ, কমিশনের এ ধরনের সুপারিশ কেবল ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে নয়, বরং সমাজকে বিভাজনের পথে ঠেলে দেওয়ার সুদূরপ্রসারী একটি উদ্যোগ। বক্তারা বলেন, এ প্রতিবেদন “সমাজ বনাম রাষ্ট্র” এবং “ধর্ম বনাম নারী”—এ ধরনের মুখোমুখি অবস্থান তৈরি করে সামাজিক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে।

বক্তারা আরও বলেন, কমিশনের গঠনে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়নি। এটি একটি বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। বক্তারা ইসলামবিরোধী কর্মকাণ্ড এবং ধর্মকে নারী বৈষম্যের উৎস হিসেবে চিহ্নিত করার চেষ্টার তীব্র নিন্দা জানান।


বিজ্ঞাপন


মানববন্ধনে বক্তারা বলেন, দেশের শান্তি, সমাজের স্থিতিশীলতা ও ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শনের স্বার্থে এই বিতর্কিত কমিশন ও তার প্রতিবেদন সম্পূর্ণভাবে বাতিল করতে হবে। একই সঙ্গে বক্তারা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর