সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লালমনিরহাট সীমান্তে চোরাকারবারির হামলায় দুই বিজিবি সদস্য আহত

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশিত: ১৮ মে ২০২৫, ০৬:৩৫ পিএম

শেয়ার করুন:

BGB attack

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের নাজিরগোমানি সীমান্তে চোরাকারবারিদের হামলায় দুই বিজিবি সদস্য আহত হয়েছেন।

তারা হলেন- অনুপ কুমার ও মনিরুজ্জামান। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভোরের দিকে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

ঝিনাইদহ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ১

বিজিবি জানায়, মাদক পাচার হয়ে দেশে ঢুকবে এমন খবরে নাজিরগোমানি এলাকার বাঁশঝাড়ে বিজিবি সদস্যরা অবস্থান নেয়। এ সময় দুই চোরাকারবারি মোটরসাইকেলে যাওয়ার সময় বিজিবি চ্যালেঞ্জ করলে মোটরসাইকেল ফেলে মাদক নিয়ে পালিয়ে যায় মাদক কারবারিরা। পরে সেই মোটরসাইকেল জব্দ করে ক্যাম্পে নিয়ে আসার সময়  প্রায় ১০ জনের একটি সংঘবদ্ধ দল বিজিবির ওপর হামলা চালালে ওই দুই বিজিবি সদস্য আহত হন।

thumbnail_Screenshot_20250518_172733_Video_Player

হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ৬১ বিজিবির নাজির গোমানী ক্যাম্প কমান্ডার হাসিবুর রহমান।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর