সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মোরেলগঞ্জের পরীক্ষা কেন্দ্র পরিবর্তন, শিক্ষার্থীদের বিক্ষোভ, অবরোধ

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ১৮ মে ২০২৫, ০৩:৪০ পিএম

শেয়ার করুন:

Student

আসন্ন এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করে বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে পার্শ্ববর্তী শরণখোলা উপজেলায় স্থানান্তরিত করায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের শিক্ষার্থীরা। এ সময় সাইনবোর্ড-বগি আঞ্চলিক মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

thumbnail_Bagerhat_Photo-2


বিজ্ঞাপন


রোববার (১৮ মে) সকাল দুপুর দেড়টা পর্যন্ত মোরেলগঞ্জ ৯০ রশি বাস স্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা দাবি করেন, মোরেলগঞ্জের থেকে শরণখোলা দূরত্ব ২৫ কিলোমিটার। আর এতো দূরে গিয়ে পরীক্ষা দিতে শিক্ষার্থীদের অর্থনৈতিকসহ নানান জটিলতায় পড়তে হয়। আবার কখনও কখনও অসুস্থ হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতেও বিলম্ব হয়। তাই বিক্ষোভ থেকে তারা দাবি জানান, মোরেলগঞ্জ উপজেলায় অসংখ্য স্কুল কলেজ রয়েছে, তারই কোনো একটিতে পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করার দাবি জানান তারা।

আরও পড়ুন

সিরাজগঞ্জে এক কিমি সড়কের জন্য দুর্ভোগে তিন গ্রামের ১০ হাজার মানুষ

thumbnail_Bagerhat_Photo-3

আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই দাবি না মানলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সহ সড়ক অবরোধের ঘোষণা দেন শিক্ষার্থীরা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর