রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দখলমুক্ত করা হলো মাইজপাড়া খাল

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ১৮ মে ২০২৫, ১১:৩১ এএম

শেয়ার করুন:

দখলমুক্ত করা হলো মাইজপাড়া খাল

দখল-দূষণে অস্তিত্ব হারাতে বসেছিল মাদারীপুরের ডাসার উপজেলার মাইজপাড়া খালটি। ওই খাল উদ্ধারে নেমেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৭ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত সেখানে উদ্ধার অভিযান চালানো হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: রাজারহাটে ১৬ ইঞ্চি কলাগাছে সাত মোচা

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডাসার উপজেলার পাথুরিয়ারপাড় থেকে কাজীবাকাই ইউনিয়ন পরিষদ ভবন পর্যন্ত খালটির প্রায় ছয় কিলোমিটার পুনরুদ্ধার, পরিচ্ছন্নতা কার্যক্রম ও দখলমুক্ত করে প্রশাসন।

এ সময় উপস্থিত ছিলেন - ডাসার উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফ-উল আরেফীন, অফিস সহকারী মো. মাঈনুল ইসলাম, ডাসার থানা পুলিশ ও আনসার সদস্যরা।

এ বিষয়ে ডাসার উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন বলেন, মাদারীপুর জেলা প্রশাসনের দিক-নির্দেশনায় মাইজপাড়া খালটি পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর