সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাজীপুরে সাংবাদিকদের ওপর হামলা, ক্যামেরা-ল্যাপটপ লুট, আহত ১০

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১৭ মে ২০২৫, ০৮:১৪ পিএম

শেয়ার করুন:

Journalist

গাজীপুরে কাপাসিয়ায় সংবাদ সংগ্রহের সময় বিএনপি নেতাকর্মীদের হামলায় যমুনা টিভির ক্যামেরা পার্সনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১৭ মে) বেলা ২টার দিকে কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নে চেরাগ আলী মোর এলাকায় এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আহত যমুনা টিভির ক্যামেরা পার্সন রকি হোসেনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

thumbnail_Screenshot_20250517_175053_Editor_Lite

স্থানীয় সূত্রে জানা গেছে, কাপাসিয়া উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা উপজেলার চাঁদপুর ইউনিয়নের চেরাগ আলী মোড় এলাকায় এক মতবিনিময় সভার আয়োজন করে। কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সেলিম।

আরও পড়ুন

সাভারে চিত্র সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

বেলা দেড়টার দিকে মতবিনিময় সভা শেষ হলে কাপাসিয়া থেকে ২০/২৫টি মোটরসাইকেলযোগে গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নানের নাম ধরে স্লোগান দিতে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে ব্যাপক ভাঙচুর চালায়। তারা চেয়ার টেবিল, মাইক , সাউন্ড বক্স এবং প্যান্ডেল গুঁড়িয়ে দেয়। এক পর্যায়ে তারা একটি কক্ষে বসে থাকা সাংবাদিকদের ওপরে চড়াও হয় এবং হামলা চালায়। এ সময় যমুনা টিভির ক্যামেরা পার্সন রকি হোসেন ক্যামেরা দিয়ে ছবি ধারণ করতে গেলে তাকে বিএনপির নেতাকর্মীরা ধরে নিয়ে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করতে থাকে। যমুনা টেলিভিশনের ক্যামেরা, আইডি কার্ড, মাইক্রোফোন, লাইভ ডিভাইস ও ল্যাপটপ লুট করে নিয়ে যায়। পরে অন্য সাংবাদিকরা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে যমুনা টিভির ক্যামেরা পার্সন  রকি হোসেন বলেন, শাহ রিয়াজুল হান্নানের অনুসারী ৫০-৬০ জন মোটরসাইকেলযোগে এসে হামলা চালায়। এ সময় আমি ভিডিও ধারণ করতে গেলে তারা আমার ওপর চড়াও হন। তারা আমার মাথা, হাত, পিঠে কিলঘুষি ও লাঠিপেটা করে ক্যামেরা, আইডি কার্ড, মাইক্রোফোন, লাইভ ডিভাইস ও ল্যাপটপ লুট করে নিয়ে যায়। এ সময় আরও বেশ কয়েকজন সাংবাদিক আহত হন।

thumbnail_Screenshot_20250517_175111_Editor_Lite

গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন বলেন, হামলার শিকার রকিকে বাঁচাতে গিয়ে আমিসহ দেশ রূপান্তরের আমিনুল ইসলাম, সিনিয়র সাংবাদিক দেলোয়ার হোসেন, হাসমত আলীসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হন।

এ ঘটনায় দোষীদের শাস্তি ও বিচার দাবি জানিয়েছেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাখাওয়াত হোসেন সেলিম।

গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নানের এ ব্যাপারে জানতে চাইলে তিনি কিছুই জানেন বলে জানান।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন মণ্ডল বলেন, অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর