কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে তিনজনকে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৭ মে) বিকেলে উপজেলার যদুবয়রা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
বিজ্ঞাপন
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। আদালত পরিচালনায় সহায়তা করে কুমারখালী থানা পুলিশ।
আদালত সূত্রে জানা গেছে, যদুবয়রা ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় গড়াই নদীর তীর থেকে একটি চক্র অবৈধভাবে মাটি কেটে তা ইটভাটায় বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে যদুবয়রা গ্রামের মন্টু শেখ ও তরিকুল ইসলামকে ৫০ হাজার টাকা করে এবং তেবাড়িয়া এলাকার জাহাঙ্গীর হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, ‘অবৈধভাবে গড়াই নদীর তীর থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে তিনজনকে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।’
প্রতিনিধি/একেবি

