সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বেতন বকেয়ার প্রতিবাদে টঙ্গীতে শ্রমিকদের সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১৭ মে ২০২৫, ০২:৫৮ পিএম

শেয়ার করুন:

বেতন বকেয়ার প্রতিবাদে টঙ্গীতে শ্রমিকদের সড়ক অবরোধ

এক মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে শনিবার সকাল ১০টার দিকে শ্রমিকরা ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে, এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে বলে জানিয়েছে পুলিশ।

টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় অবস্থিত বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন, ফলে উভয় পাশে যানজট সৃষ্টি হয় এবং অফিসগামীসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।


বিজ্ঞাপন


খবর পেয়ে শিল্প পুলিশ ও গাজীপুর মহানগর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা শুরু করে। সকাল ১০টা ১৫ মিনিটের দিকে পুলিশ শ্রমিকদের সরিয়ে নিতে সক্ষম হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

‘বেতন বকেয়ার কারণে শ্রমিকরা রাস্তায় নেমেছিল। আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে তাদের সরিয়ে দেই,’ বলেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম।

শ্রমিকদের অভিযোগ, তারা গত এক মাস ধরে বেতন পাচ্ছেন না এবং সমস্যা সমাধান না হলে আরও আন্দোলনের হুমকি দেন।

ঘটনা সম্পর্কে কারখানা কর্তৃপক্ষ বা তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ কোনো মন্তব্য করেনি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর