মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ১৭ মে ২০২৫, ০২:৩৭ পিএম

শেয়ার করুন:

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত সোহাগ হোসেনের বড়ভাই রশিদুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১২টার দিকে ফুলবাড়ী পৌরসভার সামনে বিরামপুর - দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহতরা হলেন- সোহাগ হোসেন (২৬), তোজাম্মেল হক (৩৬)। তারা দু’জনই ফুলবাড়ী উপজেলার বাসিন্দা এবং স্থানীয় একটি খাবার হোটেলে কাজ করতেন।

স্থানীয়রা জানান, তারা দু’জন ফুলবাড়ীতে খাবার হোটেলের কর্মচারী ছিলেন। তারা হোটেলের কাজ শেষে প্রতিদিনের মতো মোটরসাইকেলযোগে ঢাকা মোড় থেকে বাসায় যাওয়ার উদ্দেশে রওনা দিলে ফুলবাড়ী পৌরসভা অফিসের সামনে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মৃত্যুবরণ করেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মহিব্বুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দু’টির সুরতহাল শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে নিহত সোহাগ হোসেনের বড়ভাই রশিদুল ইসলাম একটি অভিযোগ দিয়েছেন। এরপর সড়ক আইনে মামলা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর