শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আন্তর্জাতিক ছাত্র সম্মেলনে শায়েস্তাগঞ্জের অন্তুর সাফল্য

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ১৭ মে ২০২৫, ০৯:০৭ এএম

শেয়ার করুন:

আন্তর্জাতিক ছাত্র সম্মেলনে শায়েস্তাগঞ্জের অন্তুর সাফল্য

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার বাসিন্দা আহমেদ নেসার মল্লিক অন্তু উচ্চ শিক্ষার্থে লিথুয়ানিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। 

সম্প্রতি অনুষ্ঠিত ২২তম আন্তর্জাতিক ছাত্র সম্মেলনে সমগ্র লিথুয়ানিয়াজুড়ে তৃতীয় স্থান অধিকার করেছেন তিনি। পুরস্কার হিসেবে সরকারি উদ্যোগে তাদের টিম বেলজিয়ামের ব্রাসেলসসে অবস্থিত ন্যাটো সদর দপ্তর সফর করে। 


বিজ্ঞাপন


সেখানে ন্যাটোর বর্তমান অ্যাজেন্ডা যুব সম্পৃক্ততা এবং ন্যাটোতে তরুণ পেশাজীবীদের কর্মসংস্থানের বিষয়টি আলোচনা করা হয়।  এ সফরকালে একটি সম্মাননা সার্টিফিকেট অর্জন করেন আহমেদ নেসার মল্লিক অন্তু । 

তার এই সাফল্যে বিশিষ্টজনরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি (আহমেদ নেসার মল্লিক অন্তু) হবিগঞ্জ জেলার বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক বাবুল আহমেদ মল্লিক ও খাইরুন্নাহার মল্লিকের ছেলে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর