সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পাট খেত থেকে মুখ পোড়ানো অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ১৬ মে ২০২৫, ০৭:১৯ পিএম

শেয়ার করুন:

পাট খেত থেকে মুখ পোড়ানো অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জে উপজেলায় পাট খেত থেকে অজ্ঞাত এক নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের বান্দের পাড় এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।


বিজ্ঞাপন


স্থানীয়রা জানান, সকালে পাট খেতে কাজ করতে গিয়ে অজ্ঞাত এক নারীর (৩৫) মুখ পোড়া বিবস্ত্র মরদেহ দেখতে পান স্থানীয় কৃষকরা। বিষয়টি জানাজানি হলে উৎসুক জনতার ভিড় জমে ঘটনাস্থলে। পরে খবর পেয়ে মুখমণ্ডল পুড়িয়ে ফেলা নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় ও পুলিশের ধারণা মরদেহ যাতে শনাক্ত করতে না পারে সে কারণে হয়ত তার মুখ পুড়িয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আবুল কাশেম নামে কৃষক জানান, সকাল মরদেহ পাওয়া গেছে শুনে এখানে আসি। এসে দেখি পাট খেতে কাপড় ছাড়া এক নারীর লাশ পড়ে আছে। মুখ পুড়িয়ে দিয়েছে তাই চেনা যায় না।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, মুখ পুড়িয়ে দেওয়া বিবস্ত্র অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীকে মুখ পুড়িয়ে দেওয়ায় তাকে কেউ চিনতে পারেনি। পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে জানানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর