মুন্সিগঞ্জের শ্রীনগরে প্রায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায়। অন্তত অর্ধশত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
![]()
বিজ্ঞাপন
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। এদিকে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীদের সাথে কথা বলেছে,গৃহায়ন ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খাঁন।
![]()
এ সময় অগ্নিকাণ্ডের ঘটনায় জোরাল তদন্ত চলছে জানিয়ে,ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপদেষ্টা। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নাম পরিচয়সহ তালিকা তৈরি করে সরকারিভাবে সহযোগিতার জন্য স্থানীয় প্রশাসনের মাধ্যমে ব্যবস্থার গ্রহণ করা হবে।
![]()
বিজ্ঞাপন
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে আগুনের সূত্রপাত হয়, পরে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে।
![]()
এরপর ফায়ার সার্ভিসের প্রায় চারটি ইউনিটের সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে আগুন। এর আগেই সম্পূর্ণ করে ছাই হয়ে গেছে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ সেসব দোকানের ভেতরে থাকা সব মালামাল।
![]()
অগ্নিকাণ্ডের এ ঘটনার পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে পুরো এলাকা। ফলে ক্ষতি পুষিয়ে নিতে সরকারিভাবে দ্রুত সহযোগিতা দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
![]()
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান,রাতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাজারের মূল অংশে, বিশেষ করে কাপড় পট্টি, বানিয়া পট্টি ও মুরগি পট্টি নামে পরিচিত তিনটি গলিতে। এতে শতাধিকেরও বেশি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, একটি গলিতে আগুন নিয়ন্ত্রণে এলেও অন্য গলিতে তা আবার নতুন করে তীব্র হয়ে উঠছিল। ফলে পরিস্থিতি সামাল দিতে ফায়ার সার্ভিসকে হিমশিম খেতে হয়। তবে ফায়ার সার্ভিসের দক্ষতা ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুন নেভানোর কাজে স্থানীয় পুলিশ ও দোকানদাররাও সহায়তা করেছেন।
![]()
এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট সূত্রপাত জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত ১০০টিরও বেশি কাপড়, মুদিখানা ও মুরগির দোকান এই অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে।
এই অগ্নিকাণ্ডে শ্রীনগর বাজারের ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন। কান্না, হতাশা ও আতঙ্কে ভারী হয়ে উঠেছে পুরো বাজার এলাকার পরিবেশ।
![]()
বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আগুনের খবর পেয়ে রাত ২টার কিছু পর ঘটনাস্থলে পৌঁছান তারা। পরে মোট ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। টানা ৫ ঘণ্টার চেষ্টার পর ভোর ৬টার দিকে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে।
![]()
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত চলমান রয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।
প্রতিনিধি/এসএস

