সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

'আমাদের আন্দোলনে রেখে আপনারা এসিতে বসে থাকবেন না, দয়া করে জেগে উঠুন'

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ১৬ মে ২০২৫, ০৩:০১ পিএম

শেয়ার করুন:

'আমাদের আন্দোলনে রেখে আপনারা এসিতে বসে থাকবেন না, দয়া করে জেগে উঠুন'

জুম্মার নামাজ শেষে সাবেক বর্তমান শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে যমুনা অভিমুখে কাকরাইল মোড়ে সমাবেশ শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার (১৬ মে) সকাল থেকেই সমাবেশস্থলে যোগ দিতে থাকেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, এই ইন্টেরিম সরকার আমাদের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা সরকার। আমাদের আন্দোলনে রেখে আপনারা এসিতে বসে থাকবেন না। আপনারা দয়া করে জেগে উঠুন। আমাদের দাবিতে দাবিতে আপনাদের ঘুম ভেঙে যাবে।


বিজ্ঞাপন


সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনি ঘুম থেকে উঠুন। আর ঘুমাবেন না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় তার যৌক্তিক দাবিতে আপনার দুয়ারে এসে দাঁড়িয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুনতে চায় আপনি আমাদের জন্য কি বার্তা নিয়ে আসেন।

thumbnail_1000038596

এর আগে গত বুধবার থেকে কাকরাইল মোড়ে অবস্থান করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। প্রতিবেদন লেখা পর্যন্ত, বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থী শিক্ষকরা সমাবেশ করছেন। বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৫০টি বাস চক্রাকারে শিক্ষার্থীদের আন্দোলস্থলে নিয়ে এসেছেন।

উল্লেখ্য, শিক্ষার্থীরা চার দফা দাবিতে কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।


বিজ্ঞাপন


চলমান আন্দোলনের চার দফা দাবি হলো

. বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি চালু করা।

. জবির প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন দেওয়া।

. দ্বিতীয় ক্যাম্পাসের কাজ একনেক সভায় পাশ দ্রুত বাস্তবায়ন।

৪. ১৪ মে শিক্ষার্থীদের ওপর পুলিশের অতর্কিত নিষ্ঠুর হামলার সুষ্ঠু তদন্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

প্রতিনিধি/এসএস

 

 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর