মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গোপালগঞ্জে মাছের ঘের কাটা নিয়ে সংঘর্ষে আহত ১০

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ১৬ মে ২০২৫, ০২:২৫ পিএম

শেয়ার করুন:

গোপালগঞ্জে মাছের ঘের কাটা নিয়ে সংঘর্ষে আহত ১০

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাছের ঘের কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। 

শুক্রবার (১৬ মে) উপজেলার বর্ষাপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে নিহত ১

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষাপাড়া গ্রামের মোকছেদ ফকিরের সঙ্গে একই বংশের ইব্রাহীম ফকিরের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এর সূত্র ধরে আজ শুক্রবার সকালে ইব্রাহীম ফকিরের লোকজন বর্ষাপাড়ার বিলে মাছের ঘের কাটতে গেলে মোকছেদ ফকিরের লোকজন বাধা দেয়। 

এই বাধা দেওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে উভয়পক্ষের ১০ জন আহত হয়। খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: নাটোরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর