সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

উখিয়ায় অবৈধ করাতকল ও  ২২০ ঘনফুট কাঠ জব্দ 

জেলা প্রতিনিধি, কক্সবাজার 
প্রকাশিত: ১৬ মে ২০২৫, ০৭:৫৪ এএম

শেয়ার করুন:

উখিয়ায় অবৈধ করাতকল ও  ২২০ ঘনফুট কাঠ জব্দ 

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ও থাইংখালী এলাকায় অবৈধভাবে পরিচালিত চারটি করাতকল (স’মিল) উচ্ছেদ ও ২২০ ঘনফুট কাঠ জব্দ করেছে বন বিভাগ। 

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। 


বিজ্ঞাপন


অভিযানের খবর পেয়ে অপরাধীরা আগেই পালিয়ে যাওয়ায় কাউকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

উক্ত অভিযানে নেতৃত্ব দেন - উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন এবং উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. শাহীনুল ইসলাম।

এ অভিযানে অংশ নেন - থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাস, ওয়ালাপালং বিট কর্মকর্তা মো. আরাফাত, দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি ও মোছার খোলা টহল টিম, উখিয়া থানার পুলিশের একটি টিমসহ বনকর্মীরা।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. শাহীনুল ইসলাম জানান, অবৈধ চারটি করাতকলের (স'মিল) যন্ত্রপাতি ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। দীর্ঘ দিন ধরে কিছু ব্যক্তি সুকৌশলে বনাঞ্চল ধ্বংস করে অবৈধভাবে করাতকল চালাচ্ছিলেন। অভিযানে মকবুল মিস্ত্রি, ইয়াসিন, জাহেদ ও আবু তাহেরের নাম উঠে আসে, যারা নিয়মিত এই অবৈধ কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে ‘করাতকল (লাইসেন্স) বিধিমালা ২০১২’-এর বিধি ৩, ৭(১)(ক) ও ৭(১)(খ) ধারায় একাধিক মামলা ইতিমধ্যে বিচারাধীন রয়েছে।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, "বন ও বনজ সম্পদ রক্ষায় আমরা দৃঢ় অবস্থানে আছি । যত বড় প্রভাবশালী হোক না কেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর