সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সামান্য বাতাসেই বন্ধ বিদ্যুৎ, ফরিদগঞ্জে দেড় লাখ মানুষের দুর্ভোগ

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ১৬ মে ২০২৫, ০৩:৫৯ এএম

শেয়ার করুন:

সামান্য বাতাসেই বন্ধ বিদ্যুৎ, ফরিদগঞ্জে দেড় লাখ মানুষের দুর্ভোগ

চাঁদপুরের ফরিদগঞ্জে তীব্র গরমে যখন মানুষ হাঁসফাঁস করছে, তখন বিদ্যুতের লুকোচুরিতে দুর্ভোগে পড়েছে দেড় লাখের বেশি গ্রাহক। টানা তিন সপ্তাহ ধরে তাপপ্রবাহ চলছে। দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই। এর মধ্যেই সামান্য বাতাস হলেই বন্ধ হয়ে যাচ্ছে বিদ্যুৎ।

গ্রাম থেকে শহর—সর্বত্রই বিদ্যুতের এমন অবস্থা। গড়ে দিনে-রাতে ৫ থেকে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না বলে অভিযোগ করেছেন গ্রাহকরা। এতে করে বিপাকে পড়েছেন হাটবাজারের ব্যবসায়ী, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ।


বিজ্ঞাপন


প্রত্যাশী গ্রামের বাসিন্দা মিন্টু বেপারী বলেন, ‘একটু বাতাস উঠলেই বিদ্যুৎ চলে যায়। যে বাতাসে লুঙ্গি পর্যন্ত উড়ে না, সেই বাতাসেই বিদ্যুৎ পালিয়ে যায়। দিনে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ পেলেও ভাগ্য ভালো মনে করি।’

চির্কা গ্রামের মাছুম তালুকদার বলেন, ‘বিদ্যুৎ কখন যায়, কখন আসে—ঠিক হিসাব রাখা যায় না। এতে করে বাচ্চারা ঠিকমতো পড়ালেখা করতে পারছে না।’

একই সমস্যার কথা বলেছে কলেজছাত্র আব্দুর রহমান ও স্কুলছাত্র তৌহীদুল ইসলাম। তারা জানান, ঘরে এমন গরম যে বিদ্যুৎ ছাড়া একমুহূর্তও থাকা যায় না। পড়াশোনায় মন বসানো অসম্ভব হয়ে পড়েছে।

গৃহবধূ পারভীন বেগম বলেন, ‘বিদ্যুৎ না থাকায় বাচ্চারা রাতে ঘুমাতে পারে না। গরমে কান্নাকাটি করে। শরীর ঘামে ভিজে যায়। এমন কষ্ট আগে কখনো হয়নি।’


বিজ্ঞাপন


চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার জনসংখ্যা প্রায় ছয় লাখ। ফরিদগঞ্জ ও কামতা জোনাল অফিস মিলিয়ে ১ লাখ ৪৫ হাজার গ্রাহক রয়েছে। ফরিদগঞ্জ অফিসে বিদ্যুতের চাহিদা ২১ মেগাওয়াট, যা বর্তমানে সরবরাহ করা হচ্ছে। তবে কামতা অফিসে ১৩ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে মাত্র ৭-৮ মেগাওয়াট।

ফরিদগঞ্জ জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. সাইফুল আলম বলেন, ‘বিদ্যুৎ ঘাটতি নেই, তবে ফ্রিকোয়েন্সি সমস্যা রয়েছে। এতে করে বারবার শাটডাউন হচ্ছে। গ্রাহকদের অভিযোগ আংশিক সত্য। আমরা সমস্যা সমাধানে কাজ করছি।’

অবশ্য ভুক্তভোগীদের দাবি, বিদ্যুৎ বিভ্রাট যেন আরেকটি দুর্যোগ হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। দ্রুত সমাধানের দাবি জানিয়েছে এলাকাবাসী। 

প্রতিনিধি/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর