সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মৌলভীবাজারে সীমান্তে আরও ৩০ জনকে পুশইন করল বিএসএফ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ১৬ মে ২০২৫, ০৩:১৫ এএম

শেয়ার করুন:

মৌলভীবাজারে সীমান্তে আরও ৩০ জনকে পুশইন করল বিএসএফ

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) একদিনেই ৩০ জন বাংলাদেশিকে পুশইন করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৫ মে) মৌলভীবাজার জেলার বড়লেখা ও কুলাউড়া সীমান্ত দিয়ে এ ঘটনা ঘটে।

বিকেলে বড়লেখা উপজেলার নিউ পাল্লাথল সীমান্ত দিয়ে ১৬ জন নারী-পুরুষ অবৈধভাবে দেশে প্রবেশ করলে বিজিবি তাদের আটক করে। এর আগে সকালে কুলাউড়ার মুরাইছড়া সীমান্ত দিয়ে আরও ১৪ জন অনুপ্রবেশের সময় ধরা পড়ে। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।


বিজ্ঞাপন


বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধীনস্থ নিউ পাল্লাথল বিওপির টহল দল বিকালে সীমান্তে টহলের সময় ১৬ জনকে দেখতে পায় এবং আটক করে। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সবাই বাংলাদেশি নাগরিক। এদের মধ্যে ১৪ জন নারী ও ২ জন পুরুষ রয়েছেন।

বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বলেন, ‘বিজিবি আজ আরও ১৬ জনকে আটক করেছে। বিজিবির জিজ্ঞাসাবাদে তারা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে।’

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, ‘আটকদের আমরা থানায় হস্তান্তর করেছি। বিষয়টি যথাযথভাবে যাচাই করা হচ্ছে।’

একদিনে এত সংখ্যক পুশইনের ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের মাঝে বাড়ছে নিরাপত্তা সংশ্লিষ্ট নানা প্রশ্ন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর