ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও কালো ব্যাজ ধারণ করেছেন ছাত্রদল নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে শহরের মিজান রোডের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের ট্রাংক রোড, জেল রোড, কলেজ রোড এবং মিজান রোড প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
বিজ্ঞাপন
মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম জিকু। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক হারুন রশীদ শামীম, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাফায়েত হোসেন নাদিম, ফেনী সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব নজরুল ইসলাম, ফেনী সরকারি কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন স্বপন, পৌর শাখার যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও কামরুল হাসান চৌধুরী আসিফসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম জিকু বলেন, ‘আওয়ামী শাসনামলে বহু ছাত্রদল নেতাকর্মী গুম-খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। কোনো ঘটনার বিচার হয়নি। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পরও আমাদের ভাই সাম্য কেন খুন হলো? আমরা তার হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
একই দিন ফেনী সরকারি কলেজ এবং ফেনী ইউনিভার্সিটিতেও কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এই হত্যাকাণ্ডে ক্ষোভ ও শোক প্রকাশ করে সংগঠনটি দ্রুত বিচার দাবি করেছে।
প্রতিনিধি/এইউ

