সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সেনাবাহিনীর অভিযানে আ’লীগ নেতা আটক 

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ১৬ মে ২০২৫, ০২:৫০ এএম

শেয়ার করুন:

সেনাবাহিনীর অভিযানে আ’লীগ নেতা আটক 

হবিগঞ্জের মাধবপুরে সেনাবাহিনীর অভিযানে জগদীশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ খানকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাধবপুর আর্মি ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। অভিযান চালানো হয় উপজেলার জগদীশপুর বাজার এলাকায়।


বিজ্ঞাপন


আটক মাসুদ খান মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের উত্তর বেজুরা গ্রামের বাসিন্দা। তিনি মৃত হাজী জায়েদ খানের ছেলে।

মাধবপুর আর্মি ক্যাম্পের কমান্ডার জানান, মাসুদ খান ঢাকার পল্টন থানায় দায়ের হওয়া একটি মামলার ২৫ নম্বর এজাহারভুক্ত আসামি। মামলাটি দায়ের করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মাসুদ খানকে থানায় আনা হয়েছে। মামলার অন্যান্য তথ্য যাচাই করে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

এই ঘটনায় এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এইউ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর