রংপুর নগরীর একটি হোটেল থেকে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ৫ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার (১৪ মে) বিকেলে রংপুর শহরের তিলোত্তমা হোটেলে এ অভিযান চালানো হয়।
বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ৮টায় রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— তাইজুর রহমান কনক (৪৪), আফরোজা নাসরীন (৩০), রুপক খান (২৬), মঞ্জু মিয়া (৫২) ও মিজানুর রহমান মামুন (৩০)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিলোত্তমা হোটেলে অভিযান চালিয়ে বিভিন্ন কক্ষ থেকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত অবস্থায় এই পাঁচজনকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থলে তারা হাতেনাতে ধরা পড়েন।
ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান চলবে বলেও জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এইউ

