চুয়াডাঙ্গায় টানা ৯ দিন ধরে তীব্র তাপপ্রবাহ চলার পর আজ বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যায় স্বস্তির বৃষ্টি হয়েছে। সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে শুরু হয়ে প্রায় এক ঘণ্টা মুষলধারে বৃষ্টি হয়। এ সময় বজ্রপাতও দেখা যায়। আকস্মিক এই বৃষ্টিতে দীর্ঘ তাপদাহে কষ্টে থাকা মানুষজন কিছুটা স্বস্তি পেয়েছেন।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বিকেল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগের টানা ৯ দিন তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল। প্রতিদিনই রোদের তীব্রতা ও গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল।
বিজ্ঞাপন
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, ‘চুয়াডাঙ্গায় গত ৯ দিন ধরে তাপপ্রবাহ চলছে। আজ বিকেলে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সন্ধ্যায় বৃষ্টিপাত হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে বৃষ্টির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।’
টানা খরতাপে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। রিকশা-ভ্যানচালক, দিনমজুর ও অন্যান্য শ্রমজীবীরা রোদের তাপে স্বাভাবিকভাবে কাজ করতে পারছিলেন না। কেউ কেউ গাছের ছায়ায় বসে সময় কাটিয়েছেন, কেউবা তীব্র গরম উপেক্ষা করে কাজে বের হয়েছেন। অবশেষে স্বস্তির বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমে এসেছে, জনমনে ফিরেছে কিছুটা প্রশান্তি।
প্রতিনিধি/একেবি

