সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মৌলভীবাজারে সীমান্ত দিয়ে আরও ১৪ জনকে পুশইন করলো বিএসএফ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ১৫ মে ২০২৫, ০৮:১৯ পিএম

শেয়ার করুন:

মৌলভীবাজারে সীমান্ত দিয়ে আরও ১৪ জনকে পুশইন করলো বিএসএফ

মৌলভীবাজারের কুলাউড়ার মুরাইছড়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আরও ১৪ জনকে পুশইন করেছে।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


পুশইন করা ১৪ জনকে আটক করেছে বিজিবি। এর মধ্যে ৪ জন পুরুষ, ৬ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে।

তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে পরিচয় নিশ্চিত করে কুলাউড়া থানায় হস্তান্তর করা হবে বলে জানান শ্রীমঙ্গল ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া।

এর আগে বুধবার (১৪ মে) ভোরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সীমান্তের লাতু ও পাল্লারতল দিয়ে বিএসএফ ৪৪ নারী-পুরুষকে পুশইন করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে লোকজনকে পুশইন করে আসছে বিএসএফ। তাদের পরিচয় নিশ্চিত করে বিজিবি পুলিশে সোপর্দ করছে।


বিজ্ঞাপন


আটকরা জানান, তারা কাজের জন্য অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের আটক করেছে। সীমান্তের ওপারে আরও অনেককে আটক করে রেখেছে বিএসএফ। তাদেরও পাঠানোর প্রক্রিয়া চলছে।

৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া জানান, আটকদের পরিচয় শনাক্তের পর পুলিশে সোপর্দ করা হবে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, বিজিবি আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর