সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নারায়ণগঞ্জে প্রভাবশালী আ.লীগ নেতার বিরুদ্ধে জমি আত্মসাতের অভিযোগ

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১৪ মে ২০২৫, ১০:৪৫ পিএম

শেয়ার করুন:

নারায়ণগঞ্জে প্রভাবশালী আ.লীগ নেতার বিরুদ্ধে জমি আত্মসাতের অভিযোগ

নারায়ণগঞ্জে বোনের ২ কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ করেছেন কয়েকজন আওয়ামী লীগ নেতা, যাঁরা সম্পর্কে ভুক্তভোগীর আপন মামা। জাল ওয়ারিশ সনদ তৈরি করে এই সম্পত্তি আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানিও করেছেন অভিযুক্তরা।

বুধবার (১৪ মে) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মামাদের বিরুদ্ধে এসব অভিযোগ তুলেন নারায়ণগঞ্জের দেওভোগ পাক্কা রোড এলাকার বাসিন্দা শাহ আল মোমেন।


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০১২ সালে তার মা মোমেনা বেগমের মৃত্যুর পর থেকেই তার মামারা সম্পত্তি নিয়ে টানাটানি শুরু করেন। তার মেঝো মামা খাজা রহমতউল্লাহ ছিলেন জেলা আওয়ামী লীগের নেতা। বড় মামা খাজা আহসানুল্লাহ এবং খাজা অলিউল্লাহ মাসুদ সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ঘনিষ্ঠ ব্যক্তি। এছাড়া, খাজা রহমতউল্লাহর স্ত্রী নাদিয়া বেগম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এস. এ. মালেকের কন্যা।

তিনি আরও জানান, তার মামারা তাদের মা ও খালাদের ওয়ারিশ হিসেবে স্বীকৃতি না দিয়ে জাল ওয়ারিশ সনদ তৈরি করে সম্পত্তি অন্যত্র বিক্রি করে দেন। এতে তার মায়ের নামে থাকা নারায়ণগঞ্জের মাসদাইর, নয়ামাটি ও দেওভোগ এলাকার প্রায় ২ কোটি টাকার সম্পত্তি থেকে তিনি ও তার ভাই-বোন বঞ্চিত হন।

শাহ আল মোমেন অভিযোগ করেন, প্রভাবশালী আওয়ামী লীগ নেতা হওয়ায় মামাদের বিরুদ্ধে দীর্ঘদিন বিচার পাননি। তিনি আশা করেছিলেন, ৫ আগস্টের পর ন্যায়বিচার পাবেন।

তিনি আরও বলেন, তৎকালীন সিটি কর্পোরেশনের কাউন্সিলর বিভা হাসানকে মিথ্যা তথ্য দিয়ে ওয়ারিশের জাল সনদ তৈরি করা হয়, এবং সেই সনদের মাধ্যমে জমি বিক্রি করে দেন তার মামারা। এ বিষয়ে আদালতে মামলা করলে আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দেয়। তদন্তে প্রমাণিত হয়, জাল ওয়ারিশ সনদের মাধ্যমে সম্পত্তি আত্মসাৎ করা হয়েছে। এরপর আদালত অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।


বিজ্ঞাপন


তিনি অভিযোগ করেন, মামারা জামিনে মুক্তি পাওয়ার পর তাকে মুঠোফোনে হত্যার হুমকি দেন। বিশেষ করে খাজা অলিউল্লাহ মাসুদ তাকে এই হুমকি দেন বলে উল্লেখ করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি সম্পত্তি ফেরত দেওয়া এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর