রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চাঁদপুরে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

জেলা প্রতিনিধি,  চাঁদপুর
প্রকাশিত: ১৪ মে ২০২৫, ০৮:২৬ পিএম

শেয়ার করুন:

চাঁদপুরে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁদপুর শহরের ৫ নম্বর রেলওয়ে ঘাট এলাকায় মা জায়েদা বেগমকে (৪৫) ইট ও দা দিয়ে আঘাত করে হত্যার দায়ে ছেলে শরীফ বেপারীকে (৩২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৪ মে) দুপুরে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ শামছুন্নাহার এ রায় ঘোষণা করেন।


বিজ্ঞাপন


নিহত জায়েদা বেগম রেলওয়ে ঘাট এলাকার বাসিন্দা আরব আলী বেপারীর স্ত্রী এবং দণ্ডপ্রাপ্ত শরীফ বেপারী তাদের বড় ছেলে। তারা রেলওয়ে ঘাট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তাদের স্থায়ী ঠিকানা সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের দাসদী গ্রামের বেপারী বাড়ি।

মামলার বিবরণ থেকে জানা যায়, শরীফ একজন মাদকাসক্ত। তার বিরুদ্ধে চাঁদপুর রেলওয়ে থানায় মাদকের মামলা ছিল। মাদক সেবন করে প্রায়ই সে মায়ের সঙ্গে খারাপ আচরণ করত।

ঘটনার দিন ২০১৭ সালের ১১ জুলাই সন্ধ্যায় কথাকাটাকাটির একপর্যায়ে শরীফ তার মাকে ঘরের ভেতরে নিয়ে দরজা বন্ধ করে ইট ও দা দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। পরে আশপাশের লোকজন দরজা ভেঙে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জায়েদা বেগমকে মৃত ঘোষণা করেন।

মায়ের হত্যার খবর ছড়িয়ে পড়লে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শরীফকে তাৎক্ষণিকভাবে আটক করে।


বিজ্ঞাপন


ওই রাতেই নিহতের স্বামী আরব আলী বেপারী ছেলে শরীফকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. রাশেদ তদন্ত শেষে ২০১৭ সালের ১০ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) কুহিনুর বেগম জানান, মামলাটি প্রায় ৮ বছর ধরে চলমান ছিল। আদালত মোট ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য, আসামির স্বীকারোক্তি এবং মামলার নথিপত্র পর্যালোচনা শেষে বিচারক রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আসামিপক্ষের সরকার-নিযুক্ত আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম ভুঁইয়া।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর